ঢাকা-মাওয়া মহাসড়কে ৫ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ

লৌহজং উপজেলার নব-নির্মিত শিমুলিয়া ঘাটে বাস কাউন্টার বসানো নিয়ে পৃথক ৩ টি পরিবহনের ত্রিমুখী বিরোধে আজ বাস মালিক-শ্রমিকদের ব্যাড়িকেটের মুখে বন্ধের ৫ ঘন্টা পর ঢাকা-মাওয়া মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে।

পৃথক ৩ টি পরিবহনের যাত্রীবাহি বাসের মালিক-শ্রমিকরা এলোপাতাড়ি বাস ফেলে ওই ব্যাড়িকেট সৃষ্টি করলে আজ সকাল ৭ টা থেকে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

পরে স্থানীয় প্রশাসনের মধ্যস্থতায় আজ বেলা ১২ টার দিকে দীর্ঘ ৫ ঘন্টা পর পরিবহন মালিক-শ্রমিকরা ব্যাড়িকেট তুলে নিলে মহাসড়কে বাসসহ সকল ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

মাওয়া পুলিশ ফাঁড়ির এসআই ইউসুফ আলী ও বিআরটিসির পরিবহনের সুপারভাইজার কহিনুর মিয়া জানান, শিমুলিয়া ঘাটে ইলিশ, বিআরটিসি ও গুনগুন পরিবহনের মালিক-শ্রমিকদের মধ্যে বাস কাউন্টার বসানো নিয়ে বিরোধ দেখা দেয়।

ওই ৩ টি পরিবহনের বাস মালিক-শ্রমিকরা শিমুলিয়াঘাটের কাছে মহাসড়কে এলোপাতাড়ি বাস ফেলে ব্যাড়িকেট সৃষ্টি করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শিমুলিয়াঘাট থেকে মাওয়া চৌরাস্তা হয়ে মেদেনীমন্ডল ইউনিয়নের খানবাড়ি এলাকা পর্যন্ত শত শত যানবাহন ওই যানজটে আটকা থাকে।

যমুনা নিউজ

Leave a Reply