ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-মাওয়া ও ঢাকা-মুন্সীগঞ্জ মহাসড়কে বাস চলাচল বন্ধ

নাশকতার আশঙ্কায় ঢাকা-মুন্সীগঞ্জ, ঢাকা-মাওয়া ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া, শ্রীনগর ও জেলা শহর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া মাওয়ায় শিমুলিয়া-কাওড়াকান্দি, মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ-ঢাকা সদরঘাট নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

ঢাকায় বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় সোমবার সকাল থেকে পুলিশ ও বাস-লঞ্চ মালিকরা সড়কে বাস চলাচল এবং নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়।

ঢাকা-মুন্সীগঞ্জ সড়কের দীঘিরপাড় পরিবহনের মালিক জগলুল হালদার ভুতু বলেন, ‘নাশকতা আশঙ্কায় আমরা বাস চলাচল বন্ধ রেখেছি।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ফকির জানান, বাস মালিকরা বাস চলাচল বন্ধ রেখেছে। জেলার গজারিয়া উপজেলার ভবেরচর হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট সাইফুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।

জেলার শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ও সিরাজদীখান থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, ঢাকা-মাওয়া মহাসড়কে শ্রীনগর ও সিরাজদীখান উপজেলা হয়ে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

দ্য রিপোর্ট

Leave a Reply