চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর হয়ে অবৈধভাবে ভিন্ন পরিচয়ে দুটি পাসপোর্ট নিয়ে কুয়েত যাওয়ার সময় আল আমিন (২৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে ইমেগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
নগর পুলিশের ইমেগ্রেশন বিভাগের ওসি নুরুল হুদা বলেন, ‘আল আমিন নামের এক যুবক ভিন্ন পরিচয়ে দুটি পাসপোর্ট নিয়ে ফ্লাই দুবাইয়ের এফজেড ফ্লাইটে করে দুবাই হয়ে কুয়েত যাচ্ছিলেন। সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তিনি জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তার কাছে দুটি পাসপোর্ট রয়েছে।’
ওসি জানান, আল আমিনের আসল ঠিকানা মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলার চায়নার চর এলাকায় হলেও তার কাছে কুমিল্লা জেলার লাকসাম উপজেলার বেলগড়ের ঠিকানা ব্যবহার করে আরেকটি পাসপোর্ট পাওয়া গেছে। ওই পাসপোর্টে তিনি নিজের নাম চান মেহের বলে উল্লেখ করেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে ইমেগ্রেশন পুলিশের এসআই হুমায়ূন কবীর বাদী হয়ে পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি নুরুল হুদা।
প্রাইম নিউজ
Leave a Reply