সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর এলাকায় উপজেলা আ’লীগের সভাপতি সোলায়মান দেওয়ানের ব্যক্তিগত অফিসে কে বা কারা আগুন দিয়েছে। আগুনে অফিসের ভেতর বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীর ছবি ও ১৪-১৫ টি প্লাষ্টিকের চেয়ার পুড়ে ছাঁই হয়ে গেছে।
মঙ্গলবার দিবাগত গভীর রাত ২ টার দিকে এ আগুনে দেওয়ার ঘটনা ঘটে বলে সত্যতা নিশ্চিত করেন গজারিয়া থানার ওসি ফেরদৌস হাসান। তিনি জানান, স্থানীয় লোকজন সামান্য সময়ের ব্যবধানে আগুন নিয়ন্ত্রনে আনে।
রাতের আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা এ আগুন দিয়ে পালিয়ে যায়। তাদের শনাক্ত করা যায়নি। এ ঘটনায় বুধবার বেলা ১২ টা পর্যন্ত গজারিয়া থানায় কেউ কোন অভিযোগ দায়ের করেনি।
গজারিয়া উপজেলা আ’লীগের সভাপতি সোলায়মান দেওয়ান জানান, ওই রাতে তিনি রাজধানী ঢাকায় ছিলেন। ব্যক্তিগত কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা তিনি রাতেই মোবাইল ফোনে জানতে পারেন।
বিডিলাইভ
Leave a Reply