মুন্সীগঞ্জকে প্রথম পর্যায়ে রেখে সংসদে মেট্রোরেল বিল-২০১৪ উত্থাপন

মেট্রোরেল নির্মাণ, পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণসহ সংশ্লিষ্ট বিষয়ে বিধানের প্রস্তাব করে সংসদে মেট্রোরেল বিল-২০১৪ উত্থাপন করা হয়েছে। সোমবার বিকেলে দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বিলটি উত্থাপন করেন।

প্রথম পর্যায়ে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলায় কার্যকর এবং দ্বিতীয় পর্যায়ে এ সব জেলা ব্যতীত অন্যান্য জেলায় গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে বিলে বিধান কার্যকর করার প্রস্তাব করা হয়।

বিলে ভূমি অধিগ্রহণসহ আনুসাঙ্গিক বিষয়ে বিধান, মেট্রোরেল নির্মাণ, পরিচালনার জন্য লাইসেন্স প্রদানসহ আনুষাঙ্গিক বিষয়, প্রবেশাধিকার, কারিগরিমান অনুসরণ, ভাড়া নির্ধারণ, পরিদর্শক নিয়োগ, পরিদর্শকের ক্ষমতা, আপীল, দুর্ঘটনাজনিত কারণে ক্ষতিপূরণ, বীমা, আঘাতপ্রাপ্ত ব্যক্তির চিকিৎসা, মেট্রোরেল ও যাত্রীর বাধ্যতামূলক বীমাকরণ, অপরাধ ও দন্ডসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে।

পরীক্ষা-নিরীক্ষা করে ৪ সপ্তাহের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।

২৪আপডেটনিউজ

Leave a Reply