টঙ্গীবাড়ীতে ঝাটকা ইলিশ বিক্রির মহোৎসব!

ডিএম বেলায়েত শাহিন: টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপার, হাসাইল মাছ ঘাটে ১ সপ্তাহ যাবৎ প্রতিদিন শত শত মন ঝাটকা ইলিশ বিক্রির মহোৎসব চলছে। এ সমস্ত ঝাটকা ইলিশ পিক আপ ভ্যানে করে ঢাকা-নারায়নগঞ্জসহ সারা দেশে বিক্রি হচ্ছে। উপজেলার পাচঁগাওঁ, হাসাইল, টঙ্গীবাড়ী, কামারখাড়া, সিদ্ধেশ্বরী, বাঘিয়া, পুড়া, দিঘিরপাড়, বেতকা, বালিঁগাঁও, আবদুল্লাহপুর বাজারে প্রচুর পরিমান ঝাটকা বিক্রি হলেও প্রশাসন রহস্যজনক নিরব ভূমিকা পালন করছে।

এ ছাড়াও উপজেলার রংমেহার, মান্দ্রা, ধীপুর, চাঠাতিপাড়া, কাইচমালধা, খলাগাঁও , দশত্তর, চিত্রকড়া গ্রামে হেটে হেটে মাছ বিক্রেতাদের ঝাটকা ইলিশ বিক্রি করতে দেখা গেছে। নাম প্রকাশ অনইচ্ছুক হাসাইল ঘাটের এক মাছ ব্যাবসায়ী জানান, রোববার হাসাইল মাছ ঘাটে ১ শত মন ঝাটকা ইলিশ এবং দিঘিরপাড় মাছ ঘাটে প্রায় ২ শত মন ঝাটকা ইলিশ বিক্রি হয়েছে। গত বছর এই মৌসুমে ঝাটকা ইলিশ বিক্রি নিয়ে যুগান্তর সহ বেশ কিছু পত্রিকায় সংবাদ প্রকাশ হলেও ম্যৎস কর্মকর্তা ব্যাবস্থা না নেওয়ায় এ সমস্ত ঝাটকা বিক্রি চলছেই।

টঙ্গীবাড়ী উপজেলা ম্যৎস কর্মকর্তা আক্তারুজ্জামান প্রতিদিন ঠিকমতো অফিস করেননা বলে একাধিক সুত্রে জানাগেছে। এ ব্যাপারে তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সে জানায়, আমাদের অভিযান চলছে এ পর্যন্ত ৪৮ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। নিয়মিত অফিসে না আসার অভিযোগ সম্পর্কে জানাতে চাইলে সে জানায়, আমাদের অনেক মিটিংয়ে যেতে হয়। এছাড়া আমি নিয়মিত আফিস করি।

বিক্রমপুর চিত্র

Leave a Reply