টঙ্গীবাড়ীতে বিয়ে পাগল এক সিঙ্গাপুর প্রাবাসী ৪নং স্ত্রীর সাথে অভিনব প্রদ্ধতিতে প্রতারণা করে সোমবার সিঙ্গাপুরে পালিয়ে গেছেন। ৪নং স্ত্রী মঙ্গলবার স্বামীর খোজেঁ উপজেলার কুড়মিড়া গ্রামে প্রবাসী রমজান আলী মোল্লার বাড়িতে আসলে চারপাশে উৎসুক জনতার ভীর জমে যায়।
জানাগেছে, উপজেলার কুড়মিড়া গ্রামের সিরাজ মোল্লার ছেলে সিঙ্গপুর প্রবাসী রমজান মোল্লা একে একে এ পর্যন্ত ৪টি বিয়ে করেছেন। সে প্রথম সদর উপজেলার সিপাহী পাড়া গ্রামে পরে একই উপজেলার আমতলী গ্রামের আবুল কাশেম এর মেয়ে সাথি আক্তারকে দ্বিতীয় বিয়ে করেন। তাদের সাথে বিবাহ বিচ্ছেদের পর ২০১২ সালের ৩০ জানুয়ারী সে নারায়নগঞ্জ জেলার, নিমতলী বংশাল এলাকার আক্তার হোসেন খোকন এর মেয়ে সোহানা আক্তারকে টেলিফোনে বিয়ে করেন। বিয়ের পর দির্ঘদিন পার হয়ে গেলেও রমজান দেশে না আশায় তার স্ত্রীর পরিবারের সাথে তিক্ততার সৃষ্টি হয়।
পরে শশুরবাড়ির লোকজনের অনুরোধে গত ৯ই জানুয়ারী সে দেশে ফিরে আসে। পরে গত ১১ই জানুয়ারী শশুরালয়ে গিয়ে স্ত্রী সোহানা আক্তার এর সাথে ২ দিন থাকার পর গাঁ ঢাকা দেয় । এদিকে রমজান তার তালাক দেওয়া দ্বিতীয় স্ত্রী সাথীকে পূর্ণরায় বিয়ে করে শশুরালয়ে ঘর সংসার করতে থাকে। তার অপর স্ত্রী সোহানা তাকে না পেয়ে কুড়ামিড়া গ্রামে আসলে সে জানতে পারে রমজান তার তালাক দ্ওেয়া দ্বীতিয় স্ত্রী সাথিকে পূর্ণরায় বিয়ে করে বেশ কয়দিন ঘর সংসার করে সোমবার সিংগাপুর চলে গেছে। এ ঘটনায় দির্ঘ সময় এলাকার মানুষের কাছে বিচার চেয়ে শূণ্য হাতে ফিরে গেছে সোহানা ও তার বাবা মা।
সোহানা জানায়, আমি একাধিকবার আমার স্বামীর খোঁজ নেওয়ার জন্য শুশুরবাড়ির লোকজনের সাথে যোগাযোগ করলে তার আমাকে অকথ্য ভাষায় গালিগালজ করে । এদিকে সরেজমিনে রমজানদের বাড়িতে গিয়ে তার ছোট বোন লিমার সাথে কথা হলে সে জানায়, তার বড় ভাই রমজান ৭-৮ দিন আগে বাড়ি হতে কোথায় গেছে তা তারা জানেনা। এলাকাবাসী জানান, রমজানরা ১ ভাই ও ৫ বোন। রমজান বাড়িতে বিদেশ থেকে মাঝে মধ্যে ১ থেকে দেড় মাসের ছুটি নিয়ে বাড়িতে আসলেও সে এ পর্যন্ত ৪টি বিয়ে করেছে। তার কয়েক বোনেরও একাধিক বিয়ের ঘটনা রয়েছে।
বিক্রমপুর চিত্র
Leave a Reply