মুন্সীগঞ্জ শহরের সীমানাধীন ধলেশ্বরী নদীতে যাত্রীবোঝাই ২টি লঞ্চ থেকে ১৩ মন জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয় ।
নারায়ণগঞ্জের পাগলায় অবস্থিত কোস্টগার্ডের পিটি অফিসার ফারুক হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে ধলেশ্বরী নদীতে বরিশাল থেকে ঢাকা গামী এমভি কর্ণফুলী-৩ ও এমভি ফারহান-২ নামের ২টি লঞ্চে অভিযান চালিয়ে ২টি ঝুড়িতে ও ৬টি ছোট বস্তায় রাখা ওই জাটকা ইলিশ জব্দ করা হয়। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি কোস্টগার্ড।
তিনি আরো জানান, পরে মুন্সীগঞ্জ সদর উপজেলার মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা জাটকা ইলিশ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত ১ নভেম্বর থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত অভিযান চালিয়ে ৭২ মণ জাটকা ইলিশ আটক করেছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ।
শীর্ষ নিউজ
Leave a Reply