টঙ্গীবাড়ী উপজেলার আমতলী গ্রামে রোববার বিকেলে দ্ইু পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত আ. রহিমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা ম্যাডিকেল কলেজ হাসপাতাল অপর আহত আবু বকর, নজরুল হাওলাদার, বাদল, জিয়াসমিনকে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্র হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ এ ঘটনায় আবু বকর এবং নজরুল নামের ২ জনকে আটক করেছে।
জানাগেছে, উপজেলার আমতলী গ্রামের আ. রহিম গংদের সাথে নজরুল হাওলাদার গংদের পূর্ব হতে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে রোববার দুটি গ্রুপ ফের সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় দু-পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়। এ ঘটনায় আ. রহিমদের পক্ষে বাদল বাদী হয়ে ১২ জনকে আসামী করে টঙ্গীবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অপরপক্ষে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। টঙ্গীবাড়ী থানার ডিউটি অফিসার এসআই সিরাজ জানান, সংঘর্ষের ঘটনায় দু-জনকে আটক করা হয়েছে।
বিক্রমপুর চিত্র
Leave a Reply