সুমিত সরকার সুমন: নাশকতার পরিকল্পনার আশংকায় মুন্সীগঞ্জের গজারিয়ায় আজ রোববার এক বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুর ২ টার দিকে মোবাইল ফোনে কথা হলে বিএনপি কর্মী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন গজারিয়া থানার ওসি ফেরদৌস হাসান।
তিনি জানিয়েছেন গ্রেফতারকৃত মো: আসিফ রাজন (৩২) দলের একজন সক্রিয় কর্মী। রোববার সকালে গজারিয়া উপজেলার মাথা ভাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ গজারিয়া উপজেলার বিভিন্ন স্থানে নাশকতা মূলক কর্মকান্ডের পরিকল্পনার অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর থেকে এ পর্যন্ত গজারিয়া থানা পুলিশের হেফাজতে তাকে কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
বিডিলাইভ
Leave a Reply