চুড়াইনে ভোগ দখলীজমি নিয়ে বিরোধ : সংঘর্ষের আশংকা

মুন্সীগঞ্জ জেলার চুড়াইন এলাকার রফিক গাজীর ভোগ দখলকৃত সম্পত্তি ৩৮শতাংশ জায়গা নিতে মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে একটি মহল। এ ব্যাপারে মুন্সীগঞ্জ থানায় রফিক গাজী একটি সাধারন ডায়রী করেছে যাহার নং ৯০ তাং ২-২-১৫ইং। এদিকে প্রায়ই এ ভোগ দখল কৃত সম্পত্তি থেকে বিতাড়িত করতে জুলহাস শেখ, আমিন শেখ, মতি শেখ, রহিম শেখ, জাকির গংরা নানা রকম ভয়ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ করা হয়েছে।

এদিকে সম্প্রতি একটি জানাযায় অংশ নেয়ার জন্য রফিকের পরিবার গেলে সুযোগ বুজে জুলহাস শেখ গংরা সেখানে একটি ছাপড়া ঘর নির্মান করে। এ নিয়ে চুড়াইন এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবংএলাকার লোকজন সংঘর্ষের আশংকা করছে।

মুন্সিগঞ্জেরকাগজ

Leave a Reply