লৌহজং উপজেলা যুবলীগের নতুন সভাপতি হয়েছেন আলমগীর কবির খান। সরাসরি গোপন ব্যালটের নির্বাচনে তিনি পেয়েছেন ১৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মশিউর রহমান দিপু পেয়েছেন ৩৩ ভোট। সাধারণ সম্পাদক পদে ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. শাহজাহান খান সাজু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিদ্যুৎ আলম মোড়ল পেয়েছেন ৮০ ভোট। ২০১ জনের মধ্যে ১৬৭ কাউন্সিলর ভোট প্রদান করেন। শনিবার রাতে লৌহজং কলেজে এই ভোট অনুষ্ঠিত হয়। এর আগে দীর্ঘ ১২ বছর পর লৌহজং উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির ভাষণ দেন জাতয়ি সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি। বিশেষ অতিথি ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, জাকির খান, সাংগঠনিক সম্পাদক এসএম জাহিদ, মো. ইমরান হোসেন খান, সহ-সম্পাদক আফতাব খন্দকার রনি, কাজী সারোয়ার হোসেন, মো. জাকির হোসেন, সদস্য আতিক রহমান, লৌহজং উপজেলা চেয়ারম্যান ওসমাণ গনি তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল রশিদ সিকদার।
মুন্সিগঞ্জেরকাগজ
Leave a Reply