মুন্সীগঞ্জ সদরে মো. শাহীন মিয়া (২৫) নামে এক বাক-প্রতিবন্ধী যুবকের লাশ ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১২ টার দিকে সদরের দুর্গাবাড়ি এলাকাস্থ একটি পরিত্যাক্ত স্থানের কড়ই গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
শাহীন শহরের উপকণ্ঠ নয়াগাঁও মধ্যপাড়া গ্রামের মো. আবুল হোসেনের ছেলে।
সদর থানার এসআই মো. সাহেদুল জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাছে ঝুলন্ত যুবকের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
ওই যুবক শক্ত দঁড়ি দিয়ে কড়ই গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় বলেও পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
শীর্ষ নিউজ
Leave a Reply