শীর্ষ সন্ত্রাসী লেংড়া খসরু জেল হাজতে

শেখ মো. রতন: মুন্সীগঞ্জের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার করা খসরু মাদবর (৩৫) ওরফে লেংড়া খসরুকে বুধবার সন্ধ্যায় জেল হাজতে পাঠানো হয়েছে। সদর থানায় এসআই এএইচএম সালাহউদ্দিন বাদী হয়ে খসরুকে একমাত্র আসামী করে অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৭টার দিকে খসরুকে শহরের থানারপুল এলাকা থেকে ১ টি রিভলবার ও ৫ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে সদর থানার এসআই এএইচএম সালাহউদ্দিন।

সদর থানার সেকেন্ড অফিসার এসআই শফিকুল ইসলাম শীর্ষ সন্ত্রাসীকে জেল হাজতে প্রেরনের সত্যতা নিশ্চিত করে জানান, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় বুধবার দুপুরে লেংড়া খসরুর নামে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে পুলিশ।

ওই মামলায় পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে খসরুকে ১ নম্বর আমলী আদালতে পাঠায়। আদালত বুধবার বিকেল পর্যন্ত রিমান্ড শুনানী না করে শীর্ষ সন্ত্রাসী খসরুকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয়। আদালত বৃহস্পতিবার তার রিমান্ড শুনানি করবেন বলে এসআই শফিকুল ইসলাম জানান। পরে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তাকে জেল হাজতে নেওয়া হয়।

এদিকে, তার বিরুদ্ধে সদর থানায় হত্যা-মাদক-রাহাজানিসহ আরো ৬ টি মামলা রয়েছে বলে মামলার বাদি এসআই এএইচএম সালাহউদ্দিন জানিয়েছেন।

উল্লেখ্য, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ শহরের থানারপুল এলাকা থেকে মঙ্গলবার রাতে এসআই সালাউদ্দিনের নেতৃত্তে পুলিশের একটি চৌকস দল একটি বিদেশী রিভলবার ও ৫ রাউন্ড গুলিসহ তালিকাভুক্ত অন্যতম শীর্ষ সন্ত্রাসী মো: খসরু (৩৫) ওরফে ল্যাংরা খসরুকে গ্রেফতার করে। সে সদর উপজেলার রামপাল ইউনিয়নের বল্লাল বাড়ি এলাকার মৃত সুরুজ মিয়া ছেলে।

টাইমটাচনিউজ

Leave a Reply