সহিংসতা বন্ধের দাবীতে মুন্সীগঞ্জ শহরের আদালত পাড়া সড়কে রোববার মানববন্ধন করেছে জেলা শ্রমিকলীগ। বেলা সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত এক ঘন্টার এ মানববন্ধনে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সদর উপজেলার চেয়ারম্যান আনিছুজ্জামান আনিছ, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জামাল হোসেন, জেলা শ্রমিকলীগের সভাপতি এটিএম দেলোয়ার হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদের মোল্লা, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু প্রমুখ।
যমুনা নিউজ
Leave a Reply