নারায়ণগঞ্জ সদর উপজেলা থেকে রফিকুল ইসলাম (৪০) নামে এক রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার আলআমিন নগরের একটি ভাড়াবাড়ি থেকে শনিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। রফিকুল ইসলাম মুন্সীগঞ্জ টংঙ্গীবাড়ি এলাকার রাজ্জাক মিয়ার ছেলে। তিনি আলআমিন নগর এলাকায় ভাড়া থাকতেন।
সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ জানান, পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করতে পারেন। আত্মহত্যার সময় বাসায় কেউ ছিলেন না।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই আরিফ।
দ্য রিপোর্ট
Leave a Reply