মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সিরাজদিখান থানার ওসি মো. ইয়ারদোস হাসান জানান, শনিবার সকালে উপজেলার ধলেশ্বরী রিসোর্টে এ ঘটনার পর সিরাজদিখান থানায় একটি মামলা হয়েছে।
মামলার আসামিরা হলেন, ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বাঘাপুর গ্রামের মো. সোলেমানের ছেলে স্বপন (২৩), একই গ্রামের লোকমানের ছেলে সজল (২৩) এবং একই এলাকার ইব্রাহীম।
শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নের আলমপুর (সোনারগাঁ) গ্রামের হোসন আলী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ওই ছাত্রী (নাম প্রকাশ করা হলো না) বলেন, ছয় মাস আগে থেকে স্বপন মোবাইল ফোনে তার সঙ্গে কথা বলে এবং নাম ঠিকানা জেনে নেয়। এরপর থেকে প্রতিদিন স্কুল শেষ হলে স্বপন তাকে ফোন করে বিরক্ত করত।
এভাবে এক সময় ওর প্রতি দুর্বল হয়ে পড়েন ওই ছাত্রী।
শনিবার সকাল সাড়ে ৯টায় মেয়েটিকে কৌশলে পলাশপুর ধলেশ্বলী রিসোর্টে নিয়ে স্বপন তাকে ধর্ষণ করে। পরে সন্ধ্যা ৬টার দিকে স্বপন ও সজল রিসোর্ট থেকে চলে যায়।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ওসি মো. ইয়ারদৌস হাসান বলেন, স্বপনসহ তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ
Leave a Reply