ঢাকা-মাওয়া মহাসড়কে বাস চাঁপায় পথচারী যুবক নিহত

সুমিত সরকার সুমন: ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের শ্রীনগরে আজ বৃহস্পতিবার যাত্রীবোঝাই বাসের চাঁপায় অজ্ঞাত পরিচয়ের পথচারী এক যুবক নিহত হয়েছে। বিকেল ৩ টার দিকে শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। হাষাড়া হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা থেকে যাত্রীবোঝাই করে মাওয়া যাচ্ছিল বাসটি।

পথিমধ্যে শ্রীনগরের সমষপুর এলাকায় বেপরোয়া গতির বাসটি অনুমান ২৫-২৬ বছর বয়সী পথচারী এক যুবককে চাঁপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই ওই যুবক মারা যান। শ্রীনগর থানার ওসি মাহবুবুর রহমান জানিয়েছেন- নিহত পথচারী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য যুবকের লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করার প্রস্তুতি চলছে।

বিডিলাইভ

=========

মুন্সীগঞ্জে বাস চাঁপায় পথচারী যুবক নিহত

শেখ মো. রতন: ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বৃহস্পতিবার যাত্রীবাহী বাসের চাঁপায় অজ্ঞাত পরিচয়ের পথচারী এক যুবক নিহত হয়েছে। বিকেল সাড়ে ৩ টার দিকে শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। মহাসড়কের হাষাড়া হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ঢাকা থেকে যাত্রীবোঝাই করে বাসটি মাওয়ায় যাচ্ছিল তিনি জানান। পথিমধ্যে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় বেপরোয়া গতির বাসটি অনুমান ২৫ থেকে ২৬ বছর বয়সী পথচারী এক যুবককে চাঁপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই ওই যুবক মারা যান বলে পুলিশ দাবী করেন।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ-(ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন- নিহত পথচারী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় জানতে পারেনি পুলিশ।

ময়নাতদন্তের জন্য যুবকের লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

টাইমটাচনিউজ

Leave a Reply