গজারিয়ায় গৃহবধুকে হত্যা করা হয়েছে দাবী করে বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে এই বিক্ষোভ মিছিল করা হয়। এতে আড়ালিয়া গ্রামের কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে মুক্তার হোসেনের মেয়ে মোসা:রুমি আক্তার (২০) পাশবর্তী ইউনিয়নের ভাটি বলাকী গ্রামের সামসু মিয়ার ছেলে দুবাই প্রবাসী মো:আরিফ হোসেন (২৫) এর সাথে গত চার মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক নিযার্তন শুরু হয় রুমির উপর। সেই নিযার্তন সহ্য করতে না পেরে আতœহত্যার পথ বেছে নেন রুমি। তবে রুমির পরিবারের দাবী এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। তাই এই হত্যার দ্রুত বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।
গজারিয়া থানার এস আই সাখাওয়াত হোসেন জানান,এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে ও তদন্ত চলছে। আসামীদের পক্ষের নিহতের শশুর সামসু মিয়া ও ভাসুর রবিউল আউয়াল, নামের দুইজনকে গেফতার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে সর্বাত্ত্বক চেষ্টা চলছে।
উল্লেখ্য গত বুধবার দুপুর আনুমানিক ১২টায় গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকী গ্রামের নিহতের শশুর বাড়ী থেকে গৃহবধু মোসা:রুমি আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছিল গজারিয়া থানা পুলিশ।
বিক্রমপুর চিত্র
Leave a Reply