সিরাজদিখানে অসামাজিক কাজ করতে গিয়ে গণধোলাই!

সুলতানা আক্তার: সিরাজদিখানে প্রেমের ফাঁদে ফেলে এক লম্পট অসামাজিক কাজ করতে গিয়ে স্থাণীয় জনতা গনধোলাই দিয়ে সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ এর হাতে সোপার্দ্দ করছে।

জানাগেছে, উপজেলার গোরাপিপাড়া গ্রামের আ. বারেক এর ছেলে জহিরুল ইসলাম (৩৫) নারী লোভী এই নরপিচাশ। সে বিভিন্নভাবে স্কুল পড়–য়া মেয়ে থেকে শুরু করে সব বয়সী নারীদের সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। নিজেকে অনেক বড় চাকুরীজীবি হিসেবে দাবী করে এবং খুব তাড়াতাড়ি আমেরিকা যাচ্ছে বলে প্রেমের ফাঁদে ফেলে গত ২৮ফেব্রুয়ারী ১৫ইং শনিবার পূর্ব শিয়ালদী জসিম সরদারের স্ত্রী শান্তি বেগম (৪২) এর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হন।

এ সময় শান্তি বেগম ও জহিরুল ইসলামকে গণধোলাই দিয়ে সিরাজদিখান উপজেলা চেয়ারম্যানের কাছে সোপর্দ করে স্থানীয় জনগন। উপজেলা চেয়ারম্যান জনাব মহিউদ্দিন আহমেদ এ ঘটনার উপযুক্ত বিচার করবে বলে আশ্বাস দিলে উত্তেজিত এলাকাবাসিকে শান্ত হন। পূর্ব শিয়ালদী গ্রামবাসী বলেন শান্তি বেগম একজন পতিতা সমতুল্য সে এরকম কাজই করে বেড়ায়। তার স্বামী জসিম উদ্দিন ৭/৮ বছর হয় মালয়েশিয়া অবস্থান করে এবং কিছুদিন আগে তার ছেলেকেও মালয়েশিয়া পাঠানো হয়।

গ্রামবাসীর দাবী শান্তি বেগমের উপযুক্ত বিচার করে গ্রাম ছাড়া করা হউক। এইসব মহিলা গ্রাম তথা সমাজের জন্য কলংক। নারী লোভী লম্পট জহিরুল ইসলাম পতিতাদের উচুদরের খদ্দের। তার বাবা আঃ বারেক সেও এমন অসামাজিক কাজের জন্য গ্রাম ছাড়া হয়েছে। তার বাবা এখন বাসার কাজের মেয়েকে বিয়ে করে সংসার করছে। এলাকাবাসী উপজেলা চেয়ারম্যানের কাছে এ ঘটনার উপযুক্ত বিচার দাবী করে এবং উভয়কে এলাকা থেকে বিতারিত করার জন্য জোর আবেদন জানান।

বিক্রমপুর চিত্র

Leave a Reply