মুক্তারপুরে ১১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকায় সোমবার রাতে ১’শ ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মেজবাহ উদ্দিন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবকের বাসা ঢাকার বংশালে। মুক্তারপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ এসআই মো: মোশারফ হোসেন ইয়াবাসহ যুবককে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, রাত সাড়ে ৭ টার দিকে শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকাস্থ পূর্নিমা ফিলিং ষ্টেশনের কাছে সন্দেহভাজন ঘুরাঘুরি করছিল যুবক। এ সময় টহলরত পুলিশ ওই যুবকের প্যান্ট তল্লাসি করে সমুদয় ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ব্যাপারে সদর থানায় যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

বিডিলাইভ

Leave a Reply