গজারিয়ায় আইনশৃঙ্খলা ও নাশকতা প্রতিরোধ সভা

গজারিয়া উপজেলার আইন শৃঙ্খলা ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। টেংগারচর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে মঙ্গলবার সকাল ১১টায় এই সভা শুরু হয়। গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা বিলকিসের সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মুন্সীগঞ্জ -০৩ আসনের সাংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল ক্রান্তি দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জান, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন।

সভায় সাংসদ অ্যাডভোকেট মৃনাল ক্রান্তি দাস বলেন, বিএপি-জামাত কোন রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী দল হিসেবে পরিচিত হয়েছে। তাদের প্রতিরোধ করার জন্য তিনি সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

বিক্রমপুর চিত্র

Leave a Reply