ঐতিহ্যবাহী আড়িয়ল-টঙ্গীবাড়ী খাল ভরাটের মহোৎসব

ঐতিহ্যবাহী আড়িয়ল-টঙ্গীবাড়ী খালের টঙ্গীবাড়ী উপজেলার রংমেহার অংশে অবৈধভাবে ভরাটের মহোৎসব চলছে। গুরুত্বপূর্ণ খালটির এই পয়েন্ট অধিকাংশ ভরাটে এলাকার চাষাবাদ এবং নৌ যোগাযোগ ব্যাহতসহ পরিবেশে বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। টঙ্গীবাড়ী-সাতুল্লাহ-হাসাইল সড়কের জনবহুল স্থানে এই অবৈধ নির্মাণ কাজ চললেও সংশ্লিষ্টরা রহস্যজনক নিরব।

নয়ানন্দ গ্রামের প্রভাবশালী নিরু ভূইয়া এই দখলকর্মে গ্রামবাসীরা ক্ষুব্ধ, কিন্তু তার ভয়ে কেউ মুখখুলতে সাহসা পাচ্ছে না। বাঁেশর খুটি গেড়ে বাঁধ নির্মাণ করে মাটি কাটার মেশিন দিয়ে ভরাট কাজ চলছে রাতদিন। প্রতিবেশির জমির পাশের একটু দূরে সরকারী খালের মধ্যে ড্রেজার বসিয়ে মাটি কেটে ভরাট করা হচ্ছে। এতে প্রতিবেশীর জমিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিবেশী প্রশাসনে অভিযোগ করে কোন প্রতিকার পায়নি।

নাম প্রকাশে অনিচ্ছিুক গ্রামবাসীরা জানান, নিরু ভূইয়ার টঙ্গীবাড়ী এলাকাসহ সারাদেশে রয়েছে বিশাল সন্ত্রাসী নেটওয়ার্ক। কেউ তার অন্যায় কাজের প্রতিবাদ করলে কিছুদিন পরে তার লাশ পাওয়া যায়। পর্দার আড়ালের খল নায়ক নিরু ভূইয়া প্রশাসন ও রাজনীতিবীদদের ওপর মহলে সবর্দা তদবীর করে এলাকায় সন্ত্রাসের রাজত্ব গড়েছেন। সুবিধাবাদী রাজনীতিবীদ হিসাবেও তার জুড়ি নেই। জাতীয় পার্টি করলেও আবার আওয়ামী লীগের নেতা হিসাবেও এখন পরিচয় দিচ্ছে। সরকারের উচ্চ মহলে এবং পুলিশে তার বিশেষ লোকজন রয়েছে দাবী করে দীর্ঘ দিন ধরে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে।

নয়ানন্দ গ্রামে একটি লাইব্রেরী সেখানে জ্ঞান চর্চার বদলে টর্সাল সেলে রূপান্তর করেছেন। অন্যায় রাজত্ব কায়েমে এলাকার মানুষের বিচারের সেখানে প্রহসন এবং অন্যায় নির্যাচন চালানো হয়। বিচারের নামে মানুষের কাছ হতে মোটা আংকের টাকা চাঁদাবাজী ছাড়াও নির্বাচন এলেই তার উপর্জানের একটি মৌসুম আসে। সরকারি খাল দখল করে তার অবৈধ প্রভাব ও প্রতিপত্তি যেন আরেক ধাপ এগিয়ে নেয়া হচ্ছে। এমন হুঙ্কারই নাকি দিচ্ছেন এলাকায়। এই বিষয়ে তার সাথে দফায় দাফায় চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। এই বিষয়ে টঙ্গীবাড়ির ইউএনও তাজিনা সারোয়ার জানান, বিষয়টি সম্পর্কে প্রশাসন অবগত ছিলনা। প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা নেয়া হবে।

মুন্সিগঞ্জেরকাগজ

One Response

Write a Comment»
  1. ‘বিষয়টি সম্পর্কে প্রশাসন অবগত ছিলনা’ । প্রসাসনের কাজ তা কি তাহলে । দ্রেজার দিয়া মাটি ভরাট চলেছে সবখানে। পাদ্মার পারের এলাকা হবার কারনে মাটির অভাব নাই । উনি নাকি ভুতু-নিরতি গং দের পাদ্মার মাটি কাঁটার আনুমতি দিয়াছেন। টঙ্গীবাড়ির সকল খালবিল ভরাট করে রাস্তা, বাড়ি, মার্কেট করে উন্নইয়নের জোয়ার নিয়া আসবেন।

Leave a Reply