মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীর যশলং গ্রামবাসীর ওপর গুলি করে ১৩ জনকে গুলিবিদ্ধ করার ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান মোখলেছ দেওয়ান ও তার ছেলে সেলিম দেওয়ানসহ ৪ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমাবার (৯ মার্চ) মুন্সীগঞ্জ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত ৪ এর বিচারক নার্গিস ইসলামের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উপজেলার যশলং গ্রামে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে যশলং ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য রিনা বিগম ও গ্রামবাসীর সঙ্গে একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোখলেছ দেওয়ানের বিরোধ ছিল।
এ নিয়ে চলতি বছরের ২৩ জানুয়ারি মোখলেছ দেওয়ান নিজ লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে গুলি করে রিনা মেম্বারসহ ১৩ জনকে আহত করে।
এ ঘটনায় গ্রামবাসীর পক্ষে হাবিবুর রহমান খালাসী বাদী হয়ে টঙ্গিবাড়ী থানায় মামলা দায়ের করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার মোখলেছ দেওয়ানসহ ৪ জন আদালতে হাজির হয়ে জামিন চাইলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
বাংলানিউজটোয়েন্টিফোর
Leave a Reply