মুন্সীগঞ্জের শ্রীনগর থানা বিকল্প ধারা বাংলাদেশের কর্মী মাছুম হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড এবং আসামি বাবুলকে ৮ বছরের কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। অপর আসামিদের অপরাধ প্রমাণিত না হওয়াই তাদের খালাস দেওয়া হয়েছে।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নুরউদ্দিন বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন— বাবলু ও শাহাদাত (পলাতক)।
সকালে রায় ঘোষণার জন্য ৯ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৪ সালের ৭ জুন মুন্সীগঞ্জের শ্রীনগর থানার উত্তর কামারগাঁও সাকিনের গনি মুন্সির বাড়িসংলগ্ন রাস্তায় আসামিরা যোগসাজশে সাবেক জাতীয় সংসদ সদস্য ও বিকল্প ধারা বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাহি বি চৌধুরীর সমর্থক মাছুমকে খুন করে।
এ ঘটনায় পরের দিন শ্রীনগর থানায় মাছুমের ভাই শেখ আব্দুল্লাহ-আল মামুন ১২ জনের বিরুদ্ধে মামলা করেন।
২০০৪ সালের ১০ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
২০০৪ সালের ৬ নভেম্বর ১১ জনসহ ২৫ জনের বিরুদ্ধে সম্পুরক চার্জশিট দেয় পুলিশ।
অভিযোগপত্রের আসামিরা হলেন— বাবুল, আব্দুল কাদির, শাহাদাত (পলাতক), শাহজাহান, আলী আহমেদ, স্বপন, তপন, কাইয়ুম (পলাতক), মোতালেব, জামাল মাতব্বর ও জলিল।
২০০৮ সালের ২২ অক্টোবর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
দ্য রিপোর্ট
Leave a Reply