মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির বেতকা বাজারে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আবুল হোসেন (৫৫), নিরু বেপারী (৪৫), জয়নাল শেখ (৫৫), আবুল কালাম আজাদ (৩৫) ও হারুন খানসহ (৬০) ৫জন আহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ৩০-৩৫ জনের একটি সংঘবব্ধ ডাকাত দল ২টি স্বর্ণালংকারের দোকানে ডাকাতি চালায়। এসময় ডাকাতরা ১২০ ভরি স্বর্ণ, চারশ’ ভরি রুপা ও নগদ ৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। ডাকাত দলের হামলায় বাজারের ৫ জন নৈশপ্রহরী ও ২ স্বর্ণালংকার দোকানের কর্মচারীরা গুরুতর আহত হন। স্থানীয়রা ভোরে আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। আপন স্বর্ণালংকারের কর্মচারী রতন মন্ডলকে (৩৬) আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, ৩০-৩৫ জনের একটি সংঘব্ধ ডাকাত দল ২টি স্বর্ণালংকারের দোকনে ডাকাতির উদ্দেশ্যে প্রথমে বাজারের ৫ জন নাইট গার্ডকে বেধে বেদম প্রহার করে গুরুতর আহত করা হয়। পরে আপন স্বর্ণালংকার ও লোকনাথ স্বর্ণের দোকানে ডাকাতি চালিয়ে ১২০ ভরি স্বর্ণ ও ৫ লাখ টাকা লুটে নেয়। এসময় আপন স্বর্ণালংকার ও লোকনাথ স্বর্ণের দোকানের কর্মচারী রতন মন্ডল ও আব্দুল মিয়াকে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে।
এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে বলে টঙ্গীবাড়ি থানার ওসি আব্দুল মালেক জানিয়েছেন।
শীর্ষ নিউজ
Leave a Reply