গজারিয়া উপজেলার বালুয়াকান্দি বাসষ্ট্যান্ড এলাকার দুটি ব্যবসা প্রতিষ্ঠানে সোমবার রাতে ডাকাতি ঘটনায় ১৮৭ বস্তা চাল ও নগদ টাকা লুট হওয়াসহ তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে বালুয়াকান্দি বাসষ্ট্যান্ড এলাকার দুটি ব্যবসা প্রতিষ্ঠান মা বাবার দোয়া ও বাবা চাউল ভান্ডার থেকে ডাকাত দল ১৮৭ বস্তা চাল ও আনুমানিক নগদ দশ হাজার টাকা লুটে নেয়। এ সময় ডাকাত দলের আক্রমনে নিরাপত্তা প্রহরী ছালামত উল্লা(৫০), আবুল হোসেন (৫৫) ও স্থানীয় গ্রামবাসী ফুয়াদ মিয়া (৩৮) ডাকাতদলের আক্রমনে আহত হয়েছে।
মা বাবার দোয়া ট্রেডিং ও বাবার দোয়া চাল ভান্ডারের স্বত্বাধিকারী মো: হান্নান প্রধান ও নাসির উদ্দিন জানান, মহাসড়কের পাশের ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে থাকা দুইজন ও একজন পথচারীকে আহত করে ডাকাতির ঘটনায় এলাকার ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছে তাদের দুটি দোকানে থাকা ৬০ ও ১২৭ মোট ১৮৭ বস্তা চাল ও আনুমানিক হাজার দশেক টাকা ছিল। নিরাড়ত্তা কর্মী সালামত উল্লাহ জানান, ২৫ থেকে ৩০ জনের অস্ত্র সজ্জিত ডাকাতদল আমাদের আহত করে বেধে রেখে ট্রাকে ভরে চাল নিয়ে যায়। মামলা দায়েরের প্রস্ততি চলছে।
গজারিয়া আলোড়ন
Leave a Reply