সিরাজদিখানে পালিত হল মহান স্বাধীনতা দিবস

নানা আয়োজনের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে সিরাজদিখানে পালিত হল মহান স্বাধীনতা দিবস। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় পরে শহিদ মিনারে পুষ্পবক অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজে সালাম গ্রহণ, বিভিন্ন সংগঠন কর্তৃক ডিসপ্লে ও শরীর চর্চা প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনায় বিশেষ মুনাযাত ও প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের ১ আসনের এম পি বাবু সুকুমার রঞ্জন ঘোষ। জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়াম্যান এড. আবুল কাশেম, হেলানা ইয়াসমিন, বিভিন্ন চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ।

বাংলাপোষ্ট

Leave a Reply