সিরাজদিখানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহেল রানা (২৬) নামে এক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তারকৃত সোহেল রানা নারায়নগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার মধ্যনগর গ্রামের মৃত রহম আলীর ছেলে। বুধবার দুপুর ১২ টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কৃঞ্চনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার ও তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল র্যাব-১১ ক্যাম্পের লে. কমান্ডার মো. গোলজার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ মুন্সীগঞ্জ ক্যাম্পের ডিএডি মো. জহিরুল ইসলামের নেতৃত্বে আজ বুধবার দুপুর ১২ টার দিকে কৃঞ্চনগর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় সোহেল রানাকে গ্রেপ্তার ও তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে সিরাজদিখান থানায় মামলা হয়েছে।
বিডিলাইভ
Leave a Reply