সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জ সদর উপজেলায় বৃহস্পতিবার রাতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে একটি রাইস মিলের ভিতর মাদকের আস্তানার সন্ধান পেয়েছে। ওই রাইচ মিলের সীমানার ভেতরের একটি খুপড়ি-ঘর থেকে ১’শ ২৬ বোতল দেশীয় মদ ও বিষাক্ত স্পিরিট উদ্ধারসহ ২ জনকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হচ্ছে- মো: আসলাম (২০) ও মো: বাবুল (৩৭)। র্যাব-১১’র এএসপি শাহ শিবলী সাদিক মাদকের আস্তানার সন্ধান পাওয়ার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, আজ রাত সাড়ে ৮ টার দিকে জেলা সদরের বিনোদপুর এলাকাস্থ বর্ণালী রাইচ মিলে অভিযান চালায় র্যাব সদস্যরা।
এ সময় সেখানে একটি খুপড়ী ঘরে মাদকের আস্তানার সন্ধান পায়। র্যাব ওই খুপড়ী ঘর থেকে বিপুল পরিমানের দেশীয় মদ ও বিষাক্ত স্পিরিট উদ্ধার করে। আটক করে ২ জনকে।
বিডিলাইভ
Leave a Reply