সদর হাসপাতালের সামনে দুর্ধ্বর্ষ চুরি

সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জ সদর থানার অদুরে জেনারেল হাসপাতাল সংলগ্ন বাগমামুদালী পাড়া এলাকায় নিতাই হাজরার বাড়িতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড় ১২ টার দিকে দ্বিতল বাড়িতে দুর্ধ্বর্ষ চুরি সংঘঠিত হয়েছে। চোরের দল দ্বিতল বাড়ির গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ৮০ হাজার নগত টাকাসহ ৫ ভরি স্বর্ণলংকার চুরি করে নিয়ে যায়। পরে ওই ঘরে ঘুমাতে যাওয়ার সময় মালিকের বাড়ির গ্রীল ও দরজা ভাঙ্গা দেখে। এ সময় ঘড়ের ষ্টীলের ও কাঠের তৈরী আলমিরা ভাঙ্গা দেখে প্রতিবেশীদের খবর দেয়।

এ সময় তাৎক্ষনিক চুরির বিষয়টি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের ফকিরকে মোবাইল ফোনে জানানো হলে তিনি জানান, ওই এলাকাটিতে প্রায়শই চুরির ঘটনা ঘটছে। তবে কে বা কারা এ চুরির সঙ্গে জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে, গত ৫ ই মার্চ একই এলাকার অ্যাড. শাহাবুদ্দিনের বাড়িতে কলাপশিবল গেট ভেঙ্গে তার ছেলে সালেহিনের ঘরে প্রবেশ করে একটি সংঘ বদ্ধ চোর ১৮ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।

বিডিলাইভ

Leave a Reply