স্বাধীনতা দিবস উপলক্ষে সাহিত্য, সংস্কৃতি ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা

সেলিনা ইসলাম: সিরাজদিখানে স্বাধীনতা দিবস উপলক্ষে বিক্রমপুর চাঁদের হাটের সাহিত্য, সংস্কৃতি ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা স্বাধীনতা দিবস উপলক্ষে সিরাজদিখান উপজেলার ইছাপুরা উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলহাজ্ব মনসুর খান স্মৃতি সাহিত্য, সংস্কৃতি ও শিশুদের চিক্রাঙ্কন প্রতিযোগীতা বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়। বিক্রমপুর চাঁদের হাট আয়োজনে এই অনুষ্ঠান উদযাপন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ও চাঁদের হাটের প্রেসিডিয়াম চেয়ারম্যান জাকারিয়া পিন্টু। প্রধান অতিথি ছিলেন, আলহাজ্ব মনসুর খান পাঠাগারের প্রতিষ্ঠাতা শাজাহান খান। বিক্রমপুর চাঁদের হাটের সভাপতি এমদাদুল হক পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায়, অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় চাদের হাটের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া মুরাদ, টঙ্গীবাড়ি কলেজের প্রভাষক আনোয়ার হোসেন বাদল, ইছাপুরা মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন, মাসিক বিক্রমপুর পত্রিকার সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান মুকুট, সাপ্তাহিক বাজার পত্রিকার সম্পাদক মোস্তাফিজ বুলবুল প্রমুখ।

এশিয়াবার্তা

Leave a Reply