মুন্সীগঞ্জে পৃথক দুইটি এলাকা থেকে দণ্ডপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে সদরের চরকেওয়ার ও মুক্তারপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এরা হলেন- মুন্সীগঞ্জ পৌরসভার উত্তর ইসলামপুর এলাকার মৃত হযরত আলী ছেলে মোহাম্মদ আলী (৩৮)ও নতুনগাঁও এলাকার রহমউল্লাহর ছেলে আনোয়ার হোসেন (৩১)।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ফকির বাংলানিউজকে জানান, মোহাম্মদ আলীর বিরুদ্ধে একটি মাদক মামলায় ৫ বছর কারাদণ্ড দেয় আদালত। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। আনোয়ার হোসেন একটি সিআর মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি। তিনিও পলাতক ছিলেন।
বাংলানিউজটোয়েন্টিফোর
Leave a Reply