সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জ পৌরসভাধীন মুন্সীরহাটে বুধবার বিকেলে ২০১৫-২০১৬ অর্থ-বছরের নব-গঠিত মুন্সীরহাট ব্যবসায়ী কমিটির কার্যকরী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৫ টার দিকে মুন্সীরহাটের পশু মহালের মাঠে পরিচিতি সভার মঞ্চে নব-গঠিত ব্যবসায়ী কমিটির কার্যকরী পরিষদের ৩৩ সদস্যকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সদর উপজেলার চেয়ারম্যান আনিছুজ্জামান আনিছ প্রধান অতিথি এবং মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র একে ইরাদত মানু বিশেষ অতিথির বক্তৃতা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নতুন গঠিত মুন্সীরহাট ব্যবসায়ী কমিটির সভাপতি মো: আহসান উল্লাহ দিদার, সাধারন সম্পাদক সরফরাজ মৃধা, সহ-সভাপতি মো: ইউসুফ ভুঁইয়া, সহ-সাধারন সম্পাদক মো: ফয়সাল মৃধা, সহ-সাংগঠনিক সম্পাদক মো: কামাল হোসেন প্রমুখ।
বিডিলাইভ
Leave a Reply