মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় খেলাকে কেন্দ্র করে দু’গ্র“পের সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার লক্ষ্মীপুরা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলো- মোঃ ফিরোজ আলী (৫৫), মোঃ বাবু মিয়া (২৫) ও মোঃ কামরুল (২২)। তাদের স্থানীয় ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার লক্ষ্মীপুরা গ্রামে খেলাধুলা নিয়ে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে মোঃ ফিরোজ আলীর বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষ রিপন মিয়ার লোকজন। এ সময় রিপন মিয়ার লোকজনকে মোঃ ফিরোজ আলীর লোকজন আত্মরক্ষার্থে বাঁধা দিলে দু’গ্র“পের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৫ জন আহত হয়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দু’গ্র“পের সংঘর্ষের ঘটনায় আহত মোঃ ফিরোজ আলী গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেণ।
এবিনিউজ
Leave a Reply