নেশার টাকার জন্য নিজের ছেলেকেই অপহরণ করল পাষন্ড বাবা

আমিরুল ইসলাম নয়ন: গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামের রাজা মিয়া(৩৫)একজন নেশাখোর। নেশার টাকার জন্য গত কয়েকদিন ধরেই সে তার স্ত্রীকে বিভিন্নভাবে চাপ দিয়ে আসছিল। অবশেষ গতকাল বুধবার নেশার টাকা জোগার করতে না পেরে, ভাতিজা সুমন(২০)কে দিয়ে নিজের পাঁচ বছরের শিশু পুএ সায়েকে অপহরণ করায় শিশুটির বাবা রাজা মিয়া। সায়েমের মামা হারুন-অর-রশিদ জানান, সকালে খেলার উদ্দেশ্যে সায়েম বাড়ি থেকে বের হলে সায়েমের বাবা রাজা মিয়ার ভাতিজা সুমন(২০)সায়েমকে ডেকে নিয়ে যায়, দুপুর পর্যন্ত সায়েমকে দেখতে না পেয়ে চিন্তিত হয়ে পড়ে স্বজনরা।

দুপুর ১টার দিকে সায়েমের মামা হারুন-অর-রশিদের মোবাইলে অজ্ঞাত নাম্বার থেকে কল করে দুই লক্ষ টাকা মুক্তিপন দাবি করা হয়। হারুন-অর-রশিদ ব্যাপারটি পুলিশকে জানালে, পুলিশ ঘটনাস্হলে পৌছে সায়েমের বাবা রাজা মিয়াকে আটক করে। অপহরনের খবরটি জানাজানি হলে এলাকাবাসী সুমনের কাছে শিশুটিকে দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করে। গজারিয়া থানার এসআই সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এই ঘটনায় শিশুর বাবা রাজা মিয়াকে আটক করা হয়ছে।

বিক্রমপুর চিত্র

Leave a Reply