প্রধান আসামী বাদ দিয়ে চার্জশীট তিন কোটি টাকার বাণিজ্য!

চাঞ্চল্যকর সামসুদ্দিন হত্যা মামলা
চাঞ্চল্যকর সামসুদ্দিন হত্যা মামলার প্রধান আসামীদের বাদ রেখেই চার্জশীট দাখিল করেছে সিআইডি পুলিশ। অভিযোগ উঠেছে- প্রায় তিন কোটি টাকা রফায় প্রধান আসামী গজারিয়া উপজেলার চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা ও তার অনুসারীদের রক্ষা করা হয়েছে।

নিহতের স্ত্রী গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউপি চেয়ারম্যান মর্জিনা বেগম এই অভিযোগ করে বলেন- চার্জশীটটি প্রত্যাখান করে সোমবার আদালতে দরখাস্ত দেয়া হয়েছে। তিনি জানান, ৪৮ জন আসামীর মধ্যে বাদ দেয়া হয়েছে- রেফায়েত উল্লাহ খান তোতা, তার অনুসারী আজিম, টুন্নু, সাত্তার চেয়ারম্যান ও শাহজাহান চেয়ারম্যানসহ ২১ জনকে।

অন্যদিকে তদন্তকারী কর্মকর্তা সিআইডি ইন্সপেক্টর মিজানুর রহমান জানান, থানায় দায়েরকৃত (মর্জিনা বেগম বাদী) ২৬ জনের মধ্যে ২৫ জন এবং তদন্তে প্রাপ্ত আরও ৪ জনকে চার্জশীটে অন্তর্ভূক্ত করা হয়েছে। এছাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে করা মামলায় (বাদী নিহতের ভাতিজা ও ঘটনার সময় আহত টিটু প্রধান) এই ২৬ জনের সাথে আরও ২২ জনকে সর্বমোর্ট ৪৮ জনকে আসামী করা হয়। এই মামলার ২২ জনকেই বাদ রাখা হয়েছে এই চার্জশীটে। নিহতের স্ত্রী মর্জিনা বেগম জানান, তার স্বামী বালুয়াকান্দি ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান সামসুদ্দিন প্রধান হত্যা মামলাটি থানায় করার সময় মূল আসামীদের বাদ দেয়া হয়। পরে বাদ পরা আসামীদের নিয়ে আবার আদালাতে মামলা করা হয়। আদালত এই মামলার সাথেই পরবর্তী মামলাটি তদন্তের নির্দেশ দেয়।

কিন্তু সিআইডি আসামীদের সাথে আতাঁত করে প্রায় তিন কোটি টাকা রফায় মূল আসামীদের বাদ দিয়েছে। অতি গোপনে গত ২৩ এপ্রিল এই তির্কিত চার্জশীটটি আদালতে পেশ করেছে। অভিযোগ রয়েছে-চার্জশীটটি আদালতে গ্রহনের জন্য নানা রকম কৌশলও চলছিল। সকল অভিযোগ অস্বীকার করে মামলাটির তদন্তকারী কর্মকর্তা সিআইডি ইন্সপেক্টর মিজানুর রহমান জানান, টাকার বিনিময়ে চার্জশীট দেয়ার প্রশ্নই উঠে না। নিরপেক্ষভাবে তদন্ত করেই এই চার্জশীট দেয়া হয়েছে। এর বিরুদ্ধে না রাজি দিলে পুনরায় অন্য কর্মকর্তা দিয়ে তদন্ত হবে।

আগামী ৩০ জুন চাঞ্চল্যকর এই মামলার ধার্য তারিখ। কোর্ট ইন্সপেক্টর হারুন অর রশিদ চার্জশীট প্রাপ্তি স্বীকার করে জানান, চার্জশীটটি সাথে সাথেই সিনিয়র জুডিশিয়াল ম্যাচিস্ট্রেট আদালতে পেশ করা হয়েছে। এই বিচারকের ডকেটেই রয়েছে এই চার্জশীট। তবে এটি পুলিশের নথিতে আসলে বিস্তারিত বলা যাবে। এদিকে এই হত্যার এবং তদন্ত নিয়ে নানা রকম ছল চাতুরী বিষয়ে প্রধানমন্ত্রী ও পুলিশের উর্ধতন কর্মকর্তাদের কাছে লিখিত আবেদন করেছেন মর্জিনা বেগম। এদিকে এমন চার্জশীটের খবরে এলকায় ক্ষোভের সঞ্চার হয়েছে।

স্বজন ও এলাকাবাসী জানান, মূল খুনীরা রক্ষা পেলে আবারও বড় ধরনের হত্যাকান্ড সংঘটিত হবে। তাই এই হত্যার সাথে জড়িত সকল আসামী এবং নেপথ্যে কলকাঠি যাঁরা নাড়ছেন সকলকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো এখন সময়ের দাবী। চাঞ্চল্যকর এই মামলায় আসামী যাঁরা- মো: রেফায়েত উল্লাহ খান তোতা, আজিম, টুনু, জিতু খান, আবুল, আমান উল্লাহ দেওয়ান, মিল্টন দেওয়ান, মহসিন, শাহ আলম, বিল্লাল,সোহেল, ইপু, আওলাদ, মোস্তফা, সোহেল, রাসেল, মাসুম, জাহাঙ্গীর, মিলন, জাকারিয়া, নুরে আলম, হেলাল, খোকা, দুলাল, আখতার হোসেন, তাবারেক ভূইয়া, খোকন মিয়া, আজিজুল হক পার্থ, বশির, বোরহান, ইকবাল, সেকান্দর আলী, মাহবুবুল হক মজনু, খোকন চৌধুরী, মুন্না, কামরুল হোসেন ফিরোজ, নয়ন, আক্তার, আক্তার, বাবু, সাত্তার, তাইফুর, সাইদুর, সোহরাব, হুমায়ুন।

বিচারের বাণী নিরবে কাঁদে- প্রকাশ্যে ঘোষণা দিয়ে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শামসুদ্দিন হত্যার একবছরেও মূল খুনিরা ধরা পড়েনি। বরং চার্জশীট থেকে বাদ দিয়ে খুনীদের রক্ষার চূড়ান্ত অপতৎপরতা চলছে এখন। খুনীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। হত্যা মামলাটি ধামাচাপা চলছে টাকার ছড়াছড়ি। চেয়ারম্যান শামসুদ্দিনকেই হত্যা করেই ক্ষান্ত হয়নি বরং তার চাচা মুনসুর আলীকেও নিজ বাড়িতে হামলা চালিয়ে নিমর্মভাবে হত্যা করেছে। বাড়ির মহিলাদের মারধর ও লাঞ্ছিত করেছে চিহ্নিত খুনীচক্র। চেয়ারম্যান শামসুদ্দিন প্রধান ও তার চাচা মনসুর আলী প্রধান হত্যা মামলাটি মোটা অংকের টাকার বিনিময়ে ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে।

মর্জিনা বেগম স্বামী হত্যার বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন। প্রধানমন্ত্রীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন। তাঁর স্বামীকে যারা প্রকাশ্যে ঘোষণা দিয়ে যারা হত্যা করেছে, তাদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন। কিন্তু বিচার চাইতে গিয়ে এখন তিনি নিজেও নিরাপত্তাহীন হয়ে পড়েছেন। এলাকাবাসী তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করলেও সন্ত্রাসী ও খুনিদের ভয়ে জনসেবামূলক কাজ সঠিকভাবে করতে পারছেন না বলে তিনি জানান। মর্জিনা বেগম জানান, আমার স্বামী শামসুদ্দিন প্রধান একজন সৎ, আদর্শবান সাহসী ও জনগনের সেবক ছিলেন। তিনি মানুষের ও এলাকার কল্যানের কথা ভাবতেন সব সময়। এ কারনেই জনপ্রিয় হয়ে উঠেছিলেন।

কিন্তু স্বামীর সেই জনপ্রিয়তা সহ্য করতে পারেনি খুনিচক্র। তাই শামসুদ্দীন চেয়ারম্যানকে হত্যা করে নিজেদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে খুনিরা। গত ২০১৪ সালের ২৩ মার্চ নির্বাচনের আগেই আমার স্বামীকে রেফায়েত উল্লাহ খান তোতা এলাকার কতিপয় সন্ত্রাসী মান্নান, তবারক, খোকনসহ অন্যান্য লোক নিয়ে হত্যার ষড়যন্ত্র করা হয়। আর এই হত্যাকান্ডের জন্যে নারায়ণগঞ্জ থেকেও খুনি ভাড়া করা হয়। নারায়ণগঞ্জে ৭ হত্যা মামলার প্রধান আসামীও এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত বলে তিনি অভিযোগ করেন। সম্পর্কে তিনি বেয়াই হন। আমার মেয়েকে বলেছিল তোমার বাবাকে আসতে বলো। না আসলে তোমার বাবাকে মেরে ফেলা হবে। মেয়ে তানিয়া বিশ্বাস করেনি।

কিন্তু হত্যাকান্ডের পর সবই ফাঁস হয়েছে। তিনি বলেন মামলাটি বর্তমানে সিআইডিতে রয়েছে। সিআইডি যদি বর্তমান উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা, র‌্যাব কর্মকর্তা মেজর তারেক, মেজর আরিফ ও নূর হোসেনসহ এই মামলায় যাদের আসামী করা হয়েছে তাদের মোবাইলের কললিষ্ট সার্জ এবং রেকর্ড শুনলেই সকল তথ্য বেরিয়ে আসবে যেভাবে শামসুদ্দিনকে হত্যা করা হয়। মর্জিনা বেগম জানান, স্বামী হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চাই। আমার কষ্টের কথা প্রধানমন্ত্রীকে জানতে চাই।

বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নিহত চেয়ারম্যানের ভাতিজা, যিনি নিহত চেয়ারম্যান শামসুদ্দিনকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসী হামলায় এখন পঙ্গু জীবন যাপন করছেন সেই আল-আমিন জানান, গত ২০১৪ সালের ২৩ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে গজারিয়ার উপজেলা নির্বাচনে বড়রায়পুরা ভোট কেন্দ্রে আমার চাচা শামসুদ্দিন চেয়ারম্যানের উপর চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালায়। আমি নিজের চোখে খুনিদের দেখেছি। তাদের প্রতিরোধ করতে চাইলে আমাকে নিমর্মভাবে মারধর করা হয়। গুলি করা হয়, অনেক টাকা খরচ করে বেচে আছি।

কিন্তু পঙ্গু জীবনযাপন করছি। চাচাকে যারা হত্যা করেছে তাদের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। কিন্তু অজ্ঞাত কারনে আসামীরা ধরা পড়ছে না। বরং মামলা ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন। অথচ আমি সন্ত্রাসীদের গুলিতে পঙ্গু জীবন-যাপন করছি। এ অবস্থায় আমার বিরুদ্ধে একের পর এক চারটি মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

নিহত চেয়ারম্যান শামসুদ্দিন প্রধানের বৃদ্ধা মা মালেকা বেগম জানান, একবছরেও ছেলে হত্যার বিচার পাইনি। মৃত্যুর আগে খুনিদের বিচার দেখে যেতে চাই। তাহলে মরেও শান্তি পাব। নিহত চেয়ারম্যানের বাড়ির অন্যান্য স্বজনরা জানান, হত্যাকারীদের গায়ে একই ধরনের পোশাক পরা ছিল। সবার গায়ে পরাছিল সবুজ রঙের হাফহাতা গেঞ্জি ও শর্টপেন্ট। ঘটনার সময় তারা ভোট দিতে গিয়ে তা দেখতে পেয়ে ভয়ে পালিয়ে এসে জীবন রক্ষা করেছেন।

বড় রায়পুরা গ্রামের কয়েকজন জানান, চেয়ারম্যান, শামসুদ্দিন হত্যার ঘটনাটি কোনোভাবেই মেনে নেয়া যায় না। এই হত্যার সঙ্গে জড়িতদের বিচার হওয়া উচিত। তানাহলে এ ধরনের হত্যাকান্ডের ঘটনা চলতেই থাকবে। এমনকি নারায়ণগঞ্জের মতো এক সঙ্গে বহু ব্যক্তি হত্যার কান্ডের জন্ম নিতে পারে এই গজারিয়ায়। স্বজন ও এলাকাবাসী জানান, মূল খুনীরা রক্ষা পেলে আবারও বড় ধরনের হত্যাকান্ড সংঘটিত হবে।

মুন্সিগঞ্জেরকাগজ

Leave a Reply