শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ২৫ লাখ টাকা মূল্যের বিদেশী মুদ্রাসহ মো. হারুন-অর-রশিদ নামে একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
সোমবার রাত সাড়ে ১২টায় আটক হওয়া ওই ব্যক্তির জুতা, শরীর ও ব্যাগ তল্লাশী করে বিদেশী মুদ্রাগুলো উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী কমিশনার উম্মে নাহিদা আক্তার দ্য রিপোর্টকে জানান, আটক হারুন এমএইচ-১৯৭ ফ্লাইটে করে কুয়ালালামপুরে যাওয়ার জন্য বিমানবন্দরে আসে। এ সময় রাত সাড়ে ১২টার দিকে ১৬ নম্বর গেটে তাকে তল্লাশী করে আটক করা হয়। তার পাসপোর্ট নম্বর বিএফ-০০৮৭৭২৬।
তিনি আরও জানান, বৈদেশিক মুদ্রাগুলোর মধ্যে ৬ লাখ ২৭ হাজার সৌদি রিয়াল ও ৯০০ মালয়েশিয়ান রিঙ্গিত রয়েছে। আটক হারুনের বাড়ি মুন্সীগঞ্জে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দ্য রিপোর্ট
Leave a Reply