মোঃ রুবেল ইসলাম: উপজেলার লৌহজংয়ে বিষাক্ত সাপের কামড়ে সাবেক মেম্বারের মৃত্যু হয়েছে।মঙ্গলবার সকালে উপজেলার বৌলতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার রুহুল আমিন মোল্লা (৫৫) মাইজগাঁও গ্রামের নিজ ইরি ক্ষেত দেখতে গেলে একটি বিষাক্ত সাপের দংশনে আক্রান্ত হন তিনি।
এ সময় এলাকার লোকজন তাকে প্রথমে মিডফোর্ড ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি বৌলতলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মাইজগাঁও গ্রামের পর পর তিন বার নির্বাচিত সাবেক মেম্বার ছিলেন। রাতে নিজ এলাকায় জানাজাশেষে পয়শা গোরস্তানে তাকে দাফন করা হয় বলে জানান বৌলতলী ইউনিয়নের সাবেক চেয়ারমান আব্দুস সালাম মোল্লা। তার মৃত্যুতে সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি ও আঃ রশিদ সিকদার উপজেলা যুবলীগ ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
বাংলা সংবাদ
Leave a Reply