১৩ মামলার আসামী মাদক ব্যবসায়ী কানকাটা আক্তার গ্রেপ্তার

সুমিত সরকার সুমন: সিরাজদিখানে মাদক আইনের ১৩ মামলার আসামী উপজেলার আলোচিত মাদক ব্যবসায়ী আক্তার হোসেন (৪০) ওরফে কানকাটা আক্তার কে পুলিশ গ্রেপ্তার করেছে। উপজেলার মালখানগর ইউনিয়নের দেবীপুরা গ্রামে সোমবার দিবাগত গভীর রাতে আক্তারের বসতঘর তল্লাশী করে ২০ পিস ইয়াবা টেবলেট ও ৫শ গ্রাম গাঁজা সহ তাকে আটক করতে সক্ষম হয় সিরাজদিখান থানা পুলিশ। সে দেবীপুরা গ্রামের মৃত আব্দুল লতিফ ঢালীর বড় ছেলে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান জানান, দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সাথে জড়িত তার বিরুদ্ধে সিরাজদিখান থানায় ১৩ টি মাদক আইনে মামলা রয়েছে তবে সব ক’টি মামলায় সে জামিনে আছে। এই ঘটনায় তার বিরুদ্ধে আরো একটি মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত আক্তার হোসেনকে মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় আদালতে প্রেরণ করা হয়েছে।

বিডিলাইভ

Leave a Reply