বড় ভাটের চর প্রাথমিক বিদ্যালয়
মোয়াজ্জেম হোসেন(জুয়েল): জরাজীর্ণ ভবনে ক্লাস করছে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ১৫নং বড় ভাটেরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুশতাধিক কোমলমতি শিক্ষাথী। কক্ষ ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়ায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীরা।
সূত্রমতে ১৯৩৫ সালে উপজেলার ভাটেরচর ইউনিয়নের বড় ভাটেরচরএলাকায় ৪কক্ষ বিশিষ্ট ১৫নং সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হয়।
বর্তমানে বিদ্যালয়টির সমস্যার অন্ত নেই। গত ২৫এপ্রিল ভুমিকম্পে বিদ্যালয়টি অধিকাংশ দেয়ালে ফাটল এবং সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে শিক্ষকদের বসার অফিস কক্ষ ও প্রতিটি শ্রেণী কক্ষ ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে নষ্ট হয়ে গেছে সব জানালা ,ধসে পড়ছে ছাদের বিভিন্ন অংশ। ফলে দুর্ঘটনার আশঙ্কা ও ঝুঁকি নিয়ে জরাজীর্ণ ভবনে ক্লাস ও পাঠদান করছে ৭ জন শিক্ষক ও প্রায় দুশতাধিক কোমলমতি ছাত্রছাত্রী। জরাজীর্ণ ভবনে পাঠদান মারাত্মক ব্যাহত হচ্ছে। অপরদিকে ছাদ ধসে যেকোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সংীশ্লষ্ট। এ ব্যাপারে প্রধান শিক্ষক সাবিত্রী রানী রায় জানান, বিদ্যালয়টি সংস্কারের জন্য সংীশ্লষ্ট ঊর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
গজারিয়া আলোড়ন
Leave a Reply