কেরানীগঞ্জে গণপিটুনিতে মেদিনিমণ্ডলের সোহাগ নিহত

কেরানীগঞ্জের রসুলবাগ এলাকায় গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন। এ সময় আরো পাঁচ ডাকাতকে আহত অবস্থায় পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার (১৯ মে) রাত ১১টার দিকে রসুলবাগের আতিপাড়া এলাকায় এ গণপিটুনির ঘটনা ঘটে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান ও মডেল থানার ওসি মজিবুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মজিবুর রহমান জানান, রসুলবাগের আতিপাড়ার গুলবর্গ এলাকায় কয়েকজন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় টের পেয়ে এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করে একপর্যায়ে সাতজনকে আটক করে। সেখানে থেকে দুই ডাকাত পালিয়ে যায়। পরে ওই পাঁচ ডাকাতকে গণপিটুনি দিয়ে সিংগাইর থানায় সোপর্দ করে এলাকাবাসী।

এরা হলেন-মঞ্জু, লিটন, শাহআলম, সুরুজ ও ‍আরিফ।

কিছুক্ষণ পরেই পালিয়ে যাওয়া দুই ডাকাতকে রসুলবাগ এলাকায় আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই ওই দুই ডাকাতের মৃত্যু হয়।

নিহত ডাকাতদের মধ্যে একজনের নাম সোহাগ (২৮)। তিনি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার মেদিনিমণ্ডল গ্রামের রহিতের ছেলে।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply