সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ্যাম্বুলেন্স চাপায় শরমিতা রায়(৯) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১ টার দিকে উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানান, কুমিল্লা জেলার নবীনগর গ্রামের সুকুমার রায়ের মেয়ে শরমিতা। শরমিতা কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে মায়ের সাথে রাস্তা পারাপারের সময় ঢাকা গামী অজ্ঞাত এম্বুলেন্স চাপায় মারা যায়।
গজারিয়া হাইওয়ে পুলিস সার্জেন্ট মোঃ সাইফুল জানান, নিহত শরমিতা রায়(সুমিতা)কে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসে। তবে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে বলে, সে ঘটনাস্থলেই মারা গেছে। নিহতের লাস পুলিশ হেফাজতে রয়েছে।
বিডিলাইভ
Leave a Reply