যত্রতত্র গাড়ি পার্কিং, বাড়ছে দুর্ঘটনা : ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক

মোয়াজ্জেম হোসেন (জুয়েল): মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে উপর যত্রতত্র গাড়ি পার্কিং করার কারণে যানজটসহ সড়ক দুর্ঘটনা বাড়ছে। প্রশাসনের কোন পদক্ষেপ না থাকায় চালকরা আইনের তোয়াক্কা না করে গজারিয়া এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দু’পাশ দিয়ে এলোমেলোভাবে গাড়ি পার্কিং ও মহাসড়কে বিভিন্ন স্থানে সিএনজি অটোরিকশা, রিক্সা স্ট্যান্ড থাকায় প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের সিএনজি চালিত অটোরিকশা, পিকআপ, বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করায় সড়ক দুর্ঘটনা দিনে দিনে বেড়েই চলেছে। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকা মধ্যবাউশিয়া, ভবেরচর, আনারপুরা, ভাটেরচর, বালুয়াকান্দি এবং জামালদী বাস স্ট্যান্ড ঘুরে এই চিত্র দেখাযায় চালকরা আইনের কোন তোয়াক্কা করে না সড়কের দু’পাশ দিয়ে এলোমেলোভাবে গাড়ি পার্কিং করে থাকে, যত্রতত্র জায়গায় গাড়ী থামিয়ে যাত্রী উঠানো নামানোর ফলে সৃষ্টি হচ্ছে যাজট।প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ না নেয়ার কারনে গড়ে উঠেছে মধ্যবাউশিয়া, ভবেরচর, ভাটেরচর, বালুয়াকান্দি, জামালদী নামক এলাকায় মহাসড়কের উপর অস্থায়ী সিএনজি ষ্ট্যান্ড।

এতে করে মহাসড়কে যানজটের সৃষ্টি ও দুর্ঘটনা দিনে দিনে বেড়ে যাচ্ছে। ফলে অকালে জীবন হারাতে হচ্ছে অনেক মানুষের। সরেজমিনে দেখাযায়, মহাসড়কের পাশে অবস্থিত বেশির ভাগ শিল্প কারখানার নিয়োজিত পরিবহন গুলো (ট্রাক) মহাসড়কের উপর দীর্ঘ লাইন ধরে দাড় করিয়ে রাখে। ফলে দূর-পাল্লার যাবাহনগুলো চলাচলের বিঘ্ন ঘটার ফলে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা।

গজারিয়া আলোড়ন

Leave a Reply