শেখ সাইদুর রহমান: মুন্সীগঞ্জের লৌহজংয়ে পোস্ট অফিসের জায়গা হতে অবৈধ দখলদার উচ্ছেদ করেছে প্রশাসন। বুধবার সকালে জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসিফ আনাম সিদ্দিকি এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, জেলা প্রশাসন মো. সাইফুল হাসান বাদলের নির্দেশে ভূমি ও ইমারত নির্মাণ (দখল) পূণ:উদ্ধার আইন ১৯৭০- এ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধভাবে নির্মিত পাকা মার্কেটি গুড়িয়ে দেয়া হয়। এর আগে আইন অনুযায়ী অবৈধ দখলদারদের নোটিশ করা হলেও তারা জায়গাটি ছেড়ে দেয়নি। গত প্রায় বেশ কয়েক মাস ধরে স্থানীয় একটি প্রভাবশালী মহল সরকারের এই জায়গাটি দখল করে ২টি বিশাল পাকা মার্কেট নিমাণ করছিল।
বাংলাপোষ্ট
Leave a Reply