মাদক মামলায় যুবকের কারাদণ্ড

মুন্সীগঞ্জে মাদক মামলায় জাহাঙ্গীর আলম জীবন (৩৫) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২৮মে) দুপুর দেড়টার দিকে মুন্সীগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হারুন-অর-রশীদ এ আদেশ দেন।

দণ্ডাদেশ প্রাপ্ত জাহাঙ্গীর জেলার শ্রীনগর উপজেলার বালাসুর বৌবাজার এলাকার রনাই বেপারির ছেলে।

আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ৭ এপ্রিল বৌবাজার এলাকা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহাঙ্গীরকে গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।

দোষ স্বীকার করায় বৃহস্পতিবার দুপুরে বিচারক তাকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply