শ্রীনগরে চালককে অচেতন করে প্রাইভেট কার ছিনতাই

আরিফ হোসেন: শ্রীনগরে চালককে অচেতন করে প্রাইভেটকার ছিনতাই করেছে অজ্ঞান পার্টির সদস্যরা। রবিবার ভোর রাতে ঢাকা-মাওয়া মহাসড়কের ছনবাড়ী এলাকা থেকে চালক শাহাদাত হোসেন সুমন (৩০) কে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এঘটনায় সুমনের স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, অজ্ঞান পার্টির দুই সদস্য শনিবার সন্ধ্যার দিকে ঢাকা এয়ারপোর্ট থেকে মাদারীপুর জেলার টেকেরহাট যাওয়ার জন্য সুমনের প্রাইভেটকারটি ভাড়া নেয়। পরে রাত সাতটার দিকে তারা সাভার গিয়ে সেখান থেকে এক নারী ও শিশুকে তুলে নিয়ে টেকের হাটের দিকে রওনা হয়। রাত সাড়ে নয়টার দিকে টেকেরহাট গিয়ে সেখানে ওই নারী ও শিশুকে রাস্তায় নামিয়ে দিয়ে ফিরতি গাড়ীতে অজ্ঞান পার্টির দুই সদস্য ঢাকায় আসার কথা বলে রাত দশটার ফেরিতে পার হয়ে মাওয়া আসে। সেখানে তারা একসাথে হোটেলে বসে ভাত খায়।

ভাত খাওয়ার পর চালককে এনার্জি ড্রিং টাইগারের সাথে চেতনা নাশক পান করায় দুর্বৃত্তরা। রাত দুইটার দিকে তারা চালককে অজ্ঞান অবস্থায় ছনবাড়ী এলাকায় ফেলে দিয়ে প্রাইভেটকারটি নিয়ে পালিয়ে যায়।

Leave a Reply