এম. শামসুল ইসলামের স্ত্রীকে সুখবাসপুরে দাফন

সাবেক মন্ত্রী শামসুল ইসলামের স্ত্রীর মৃত্যু
সাবেক তথ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলামের স্ত্রী আনোয়ারা সুফিয়া ইসলামকে মুন্সীগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুখবাসপুরে বশিরুনেসা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাতে দাফন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক আলী আজগর রিপন মল্লিক, টঙ্গীবাড়ি আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার প্রমুখ।

আনোয়ারা সুফিয়া ইসলাম

আনোয়ারা সুফিয়া ইসলাম কিডনি রোগসহ নানা জটিলতা নিয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান। তার বয়স হয়েছিলো ৮২ বছর।

সকালে অ্যাম্বুলেন্সে করে আনোয়ারার কফিন মুন্সীগঞ্জ নিয়ে যাওয়া হয়। অসুস্থ স্বামী এম শামসুল ইসলাম বারিধারার বাসা থেকে স্ত্রীকে শেষ বিদায় জানান।

প্রয়াতের বড় ছেলে ঢাকা চেম্বারের সাবেক সভাপতি সাইফুল ইসলাম জানান, শুক্রবার বাদ আসর বারিধারা ৮ নম্বর সড়কের বাসায় তার মায়ের কুলখানি হবে।

বিডিনিউজ

Leave a Reply