বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম শামছুল ইসলামের স্ত্রী আনোয়ারা সুফিয়া ইসলাম (৮৩) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আনোয়ারা সুফিয়া ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম বাবুর মা।
রাজধানীর ইউনাইডেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা ১১টায় তিনি মারা যান।
এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান দ্য রিপোর্টকে জানান, মরহুমের প্রথম জানাজা বাদ আছর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার শামছুল ইসলামের মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী গ্রামের বাড়িতে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে লাশ দাফন করা হবে।
তিনি জানান, দলের স্থায়ী কমিটির সদস্য এম শামছুল ইসলামের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খালেদা জিয়া। তিনি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমাবেদনা জানান।
দ্য রিপোর্ট
Leave a Reply