৯০০ কোটি টাকা বরাদ্দ কমেছে পদ্মা সেতুতে

এ অর্থবছরে বহুল আলোচিত পদ্মা সেতুর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৭ হাজার ২০০ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এ বরাদ্দ দেওয়া হয়েছে। ২০১৪-১৫ অর্থবছরে বরাদ্দ ছিল ৮ হাজার ১০০ কোটি টাকা।

পরবর্তী সময়ে সংশোধিত এডিপিতে বরাদ্দ কমিয়ে করা হয় ৭ হাজার ৬০০ কোটি। সেখান থেকে অর্থবছর শেষে ৩ হাজার ৬০০ কোটি টাকা ফেরত দেয় সেতু বিভাগ।

সূত্র জানায়, ডিসেম্বর পর্যন্ত মূল সেতু, নদী শাসন, সংযোগ সড়ক, তদারকি ও পরিবেশ কার্যক্রমসহ অন্যান্য অংশ মিলে বাস্তবায়ন হয়েছে ৩৪ দশমিক ১২ শতাংশ কাজ। চলতি মাসের মধ্যেই শেষ হচ্ছে ভূমি অধিগ্রহণ, এর পরেই লক্ষ্যমাত্রা অনুযায়ী শেষ হবে পুনর্বাসনের কাজও।

পদ্মা সেতুর সময় ভিত্তিক কর্মপরিকল্পনা এবং অর্জিত ফলাফর শীর্ষক এক প্রতিবেদনে অগ্রগতির এ চিত্র উঠে এসেছে।

পদ্মা সেতুর খাতভিত্তিক অগ্রগতি পর্যালোচনা করলে দেখা যায়, মূল সেতুর কাজ শুরু হয় ২০১৪ সালের নভেম্বর মাসে। এ পর্যন্ত এক শতাংশ কাজ বাস্তবায়িত হয়েছে। ২০১৮ সালের নভেম্বরের মধ্যে এ কাজ সমাপ্ত করার লক্ষ্য নির্ধারিত রয়েছে।

দ্য রিপোর্ট

Leave a Reply